২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
খেলাধুলা : ২০২০ সালের জুলাই মাসে হওয়ার কথা ছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক গেমস। এবারের আয়োজন ছিল সূর্যোদয়ের দেশ জাপানে। কিন্তু মরণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে সবকিছু পাল্টে গেল। সময়সূচী পাল্টে ২০২১ সালের জুলাই মাসে আয়োজিত হবে এই আসর। এর ফলে তাদের গুণতে হচ্ছে আকাশচুম্বী ক্ষতি।জানা যায়, অলিম্পিক আসরের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরের জন্য পিছিয়ে যাওয়ার কারণে জাপানকে গুনতে হচ্ছে ২.৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৩ হাজার কোটি টাকার (২,৩৭,৪১,৫৯,৭৬,০০০) বেশি। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাপানের অলিম্পিক আয়োজক কমিটি।বিবৃতিতে বলা হয়, আকাশচুম্বী এই অর্থের দিতে হচ্ছে টোকিও মেট্রোপলিটন সরকার, আয়োজক কমিটি ও জাপানিজ সরকার। এরমধ্যে টোকিও মেট্রোপলিটন সরকার দিচ্ছে ১২০ বিলিয়ন, আয়োজক কমিটি ১০৩ বিলিয়ন ও জাপানিজ সরকার দেবে ৭১ বিলিয়ন ইয়েন।এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, মহামারির কারণে অলিম্পিক গেমস পেছানোয় যে বাড়তি খরচ হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে তারা দেবে ৬৫০ মিলিয়ন ডলার বা সাড়ে ৫ হাজার কোটি টাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D