২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
খেলাধুলা : প্রশ্নটা উঠবেই। সেটা ঠাট্টাচ্ছলে হোক, কিংবা না হোক। অবশ্য প্রশ্ন ওঠার পেছনে ডার্সি শর্টের ‘ভূমিকা’ আছে বৈকি!খোলাসা করে বলা যাক। অস্ট্রেলিয়ার ইনিংসের তখন সপ্তম ওভার চলছে। ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডার্সি শর্ট। ওপেনিং জুটি ভাঙার জন্য শামি, নটরাজন, চাহার, সুন্দর—একের পর এক বোলারকে ব্যবহার করেন অধিনায়ক বিরাট কোহলি।লাভ হচ্ছিল না। হঠাৎ চাহারের একটা খাটো লেংথের বল খেলতে গিয়ে আকাশে তুলে দিলেন শর্ট। বলের নিচে যাওয়ার জন্য এন্তার সময় পেলেন কোহলি, সময় পেলেন নিজেকে প্রস্তুত করার কিন্তুআসল সময়েই গড়বড় করে ফেলেন। ফেলে দিলেন ক্যাচ! শর্টের রান তখন ১৫ বলে ১৮। নতুন জীবন পেয়ে তেমন কোনো সুবিধা করতে পারেননি শর্ট। ইনিংসজুড়ে সংগ্রাম করেছেন রান তোলার জন্য। শেষমেশ অভিষিক্ত নটরাজনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৮ বলে ৩৪ রান করেছেন।বলা বাহুল্য, ইনিংসটা মোটেও টি-টোয়েন্টিসুলভ ছিল না। শর্ট যদি এত বল নষ্ট না করতেন, শেষ দিকে রান তোলার জন্য শন অ্যাবট কিংবা মিচেল সোয়েপসনরা আরও কয়েকটি বল পেতেন হয়তো! শেষমেশ ১১ রানে জিতে যায় ভারত।শর্টের ক্যাচ ফেলা থেকে শুরু করে ম্যাচ জেতা, গোটা ব্যাপারই সাবেক অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগের কাছে এক মহাপরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে! প্রতিটি ম্যাচ জেতার জন্য কোহলির আগ্রহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা—এসব নিয়ে নতুন কিছু বলার নেই। এ ম্যাচেও জেতার জন্য কোহলি ইচ্ছা করে ক্যাচ ফেলেছেন বলে মনে করছেন হগ।বলা বাহুল্য, সেটা ঠাট্টা করেই বলেছেন সাবেক এই স্পিনার। অবশ্য ঠাট্টাচ্ছলে বলা কথাটার পেছনে যুক্তিও দিয়েছেন হগ। নিজের ম্যাচ শেষে টুইটারে লিখেছেন, ‘কৌশলগত কারণে ক্যাচ ফেলল কোহলি। এরপর ২৩ বল খেলে মাত্র ১৬ করেছে শর্ট!’ আগামীকাল সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D