করোনার কঠিন নিয়ম মেনে খেলতে নারাজ ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

করোনার কঠিন নিয়ম মেনে খেলতে নারাজ ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই করোনাকালীন খেলোয়াড়দের ‘বায়ো বাবল’র মধ্যে রেখে প্রতিযোগিতার আয়োজন করছে বিভিন্ন দেশ ও ক্রীড়া ফেডারেশনগুলো।

তবে এই বায়ো বাবলের কঠিন নিয়মের মধ্যে থেকে অস্বস্তিকর বোধ করছেন অনেকেই। স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রিসবেন হিটের ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন।

তিনি বলেছেন, বায়ো বাবলে থেকে খেলা অনেক কঠিন। মনে হচ্ছে এ পরিবেশে থাকাটা আমার জন্য ভালো হচ্ছে না। আমি জানি, ব্রিসবেন হিট আমার ওপর অনেকটাই নির্ভর করেছিল। তবে আমার বিশ্বাস কোচ ড্যারেন লেম্যান ও অধিনায়ক ক্রিস লিন আমার বিষয়টা ভালোভাবেই নেবেন।

বায়ো বাবলে থাকার অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজের সময় ইংল্যান্ড দলের বায়ো বাবলে থাকা রনি বার্নস বলেছেন, বায়ো বাবলে থাকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সিরিজের মাঝে আমারও তো একটু বিনোদন দরকার হয়। একটু কফি খেতে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারব- এসব না হলে ভালো খেলা যায় না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল