ফিটনেস টেস্টে ছাড় পাচ্ছেন মাশরাফি!

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

ফিটনেস টেস্টে ছাড় পাচ্ছেন মাশরাফি!

খেলাধুলা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে, ফিটনেস টেস্টে পাস না করলে ড্রাফটে কারো নাম উঠবে না। সেই নিয়মের ফেরে পড়ে প্রথমে কপাল পোড়ে নাসির হোসেনের। মাশরাফি বিন মুর্তজাও এতদিন এই কারণে খেলতে পারেননি টুর্নামেন্টে। তবে তার বিষয়টা ভিন্ন। বর্তমানে দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটের তিনি। বিষয়টি বিবেচনায় এনেই হয়তো ছাড় পেতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।ইনজুরির কারণে চলতি টুর্নামেন্টের শুরুর অংশ খেলতে পারেননি মাশরাফি। কিন্তু এখন তিনি সুস্থ। মাঠে ফিরে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন আগের মতো করে। এমতাবস্থায় ম্যাশকে দলে ভেড়াতে কাড়াকাড়ি করছে জেমকন খুলনা, গাজী গ্রুপ চট্রগ্রাম, ফরচুন বরিশাল ও সবশেষ সে দলে ভিড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।বেশকিছু দল আগ্রহ দেখানোয় মাশরাফির ঠিকানা নির্ধারণ করতে লটারির ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে নিয়ম মেনে আজ (৬ ডিসেম্বর) ফিটনেস টেস্টে অংশগ্রহণ করবেন নড়াইল এক্সপ্রেস। যেখানে তাকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল