সেভিয়ার গোলরক্ষকের কল্যাণে জিতলো রিয়াল

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সেভিয়ার গোলরক্ষকের কল্যাণে জিতলো রিয়াল

খেলাধুলা : লা লিগায় গোলরক্ষকের আত্মঘাতী গোলে সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ১১ ম্যাচে ছয় জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।লা লিগায় আলাভেজ ও চ্যাম্পিয়নস লিগে শাখদার দনেৎস্কের কাছে হারের পর চাপে ছিল রিয়াল। সেভিয়ার গোলরক্ষকের কল্যাণে সেই চাপ কিছুটা মুক্ত হলো জিনেদিন জিদান।শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধ্বে রিয়ালকে চেপে ধরে সেভিয়া। কিন্তু কাঙ্খিত গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ্ব। ম্যাচের ৫৫ মিনিটে সেভিয়ার গোলরক্ষক ইয়াসিনে বুনো নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। রিয়ালের ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট তার হাস ফসকে জালে আশ্রয় নেয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল