রিয়ালের পর এবার কাদিজের কাছে হারলো বার্সা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

রিয়ালের পর এবার কাদিজের কাছে হারলো বার্সা

খেলাধুলা : রিয়ালের পর এবার কাদিজের কাছে হার মানলো বার্সেলোনা। শনিবার রাতে কাতালান ক্লাবটির বিপক্ষে জয় পেয়েছে ১৫ বছর পর লা লিগায় ফেরা দলটি। গত অক্টোবরে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়েছিল কাদিজ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় কাদিজ। কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন বার্সার তরুণ খেলোয়াড় অস্কার মিনগুয়েজা। কিন্তু বল চলে যায় একেবারে গোললাইনের সামনে। সেখানে আলতো টোকায় বল জালে জড়ান আলভারো গিমেনেজ।বিরতির পর আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সা। ডি-বক্সে মেসির পাস পেয়ে বাঁ দিক থেকে জর্দি আলবার শট ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে বল জালে জড়ায়। ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন কাদিজের আলভারো নেগ্রেদো। বার্সার ক্লেমেন্ট লেংলেটের ভুলে বল পেয়ে ফাঁকা পোস্টে ঠিকানা খুঁজে নেন নেগ্রেদো।এদিকে দীর্ঘ ২৯ বছর পর লা লিগায় কাদিজের কাছে হার মানলো বার্সেলোনা। সর্বশেষ বার্সার বিপক্ষে ১৯৯১ সালে জিতেছিল তারা।এই জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কাদিজ। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা।

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল