সিরিজ জেতার জন্য ভারতের দরকার ১৯৫ রান

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সিরিজ জেতার জন্য ভারতের দরকার ১৯৫ রান

খেলাধুলা : পিছিয়ে থেকে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। পারিবারিক কারণে মিচেল স্টার্ক সরে গেছেন আগেই, চোট কেড়ে নিয়েছিল অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। ভারতের জন্য সিরিজ জয় নিশ্চিত করার সুবর্ণ এক সুযোগই বটে। তবে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে হলে ভারতকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে আজ। সিডনিতে প্রথমে ব্যাট করতে নাম অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৯৪ রান।ফিঞ্চের বদলে দলের নেতৃত্ব পেয়েছেন ম্যাথু ওয়েড। দলকে সামনে থেকে নেতৃত্বও দিলেন তিনি। ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই আক্রমণ করেছেন। তাঁর ৩২ বলে ৫৮ রানের ইনিংসটাই বড় স্কোরের ভিত্তি গড়ে দিয়েছিল। তিনে নামা স্টিভ স্মিথ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান।প্রথম টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ এক ইনিংস খেলেছিলেন ডার্চি শর্ট। এক শর নিচে স্ট্রাইক রেটের সে ইনিংস দেখে বিরাট কোহলি নিজ থেকে ক্যাচ ছেড়েছেন—এমন কথাও উঠেছিল। এই ওপেনার আজও ভালো করেননি। ৯ বলে ৯ রান করে আউট হয়েছে। তবু পাঁচ ওভার পেরোতেই ৫০ পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া, এতটাই খুনে মেজাজে ছিলেন ওয়েড। মাত্র ২৫ বলেই ৫০ ছুঁয়েছেন। ১০টা চার ও ১ ছক্কা মেরেছেন পঞ্চাশ ছুতেই! অর্থাৎ ৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে!পঞ্চাশের পর অবশ্য বেশিক্ষণ টেকেননি ওয়েড। অষ্টম ওভারের শেষ বলে খুব বিস্ময়করভাবে ফিরছেন ওয়েড। ওয়াশিংটন সুন্দরের বলে সহজ এক ক্যাচ তুলেছিলেন। কিন্তু কোহলি সহজ সে ক্যাচই দুবারের চেষ্টাতেও হাতে জমাতে পারেননি। বল মাটিতে পড়ার পর সেটা দ্রুত রাহুলের কাছে ফেরত পাঠাতেই রানআউট ওয়েড। বল আকাশে দেখে দৌড় দিয়েছিলেন অধিনায়ক, কিন্তু সাড়া দেননি স্মিথ। দলকে ৭৫ রানে রেখে ফেরেন ওয়েড।ওয়েড ফেরার পরও রানের গতি সচল ছিল অস্ট্রেলিয়ার। ১১তম ওভারে এক শ পেরিয়েছ স্বাগতিক দল। দেড় শ এসেছে আরও পাঁচ ওভার পর। তবে এতে স্মিথের অবদান কম ছিল। ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা স্মিথ টি-টোয়েন্টিতেও একই ছন্দে খেলছিলেন। প্রথমে গ্লেন ম্যাক্সওয়েল (১৩ বলে ২২) ও ময়জেস হেনরিকেস (১৮ বলে ২৬) রান রেটটা ধরে রেখেছেন। প্রথম ৩০ বলে ৩০ করা স্মিথ এর পর একটু আগ্রাসী হয়েছেন। কিন্তু ৩৮ বলে ৪৬ করেই ফিরতে হয়েছে তাঁকে। ৫ বলের মধ্যে ফিরেছেন হেনরিকেসও। শেষ ওভারে ১৭ রান এনে দিয়েছেন মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল স্যামস। অভিষিক্ত স্যামস ৩ বলে ৮ রান করেছেন। স্টয়নিসের ১৬ রানের ইনিংসটি ছিল ৭ বলের।আইপিএলে চমক দেখিয়ে ভারত দলে ডাক পাওয়া থাঙারাসু নটরাজন আজও দুর্দান্ত ছিলেন। প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেট পাওয়া এই বাঁহাতি পেসার আজ ২ উইকেট পেয়েছেন। কিন্তু ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২০ রান। প্রথম ম্যাচের নায়ক যুজবেন্দ্র চাহাল ১ উইকেট পেতে ৫১ রান দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল