বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর প্রতিবাদে সদর উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর প্রতিবাদে সদর উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ

 

মৌলভীবাজার প্রতিনিধি ::
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমনসহ জেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।