টি-টোয়েন্টি দলে ফিরছেন সরফরাজ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

টি-টোয়েন্টি দলে ফিরছেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের ম্যাচগুলো আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজে দলে ফিরছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা হয়নি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। এক সিরিজ পর আবার দলে ডাক পেলেন সরফরাজ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, মোহাম্মদ রেজোয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল