২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
বিকাস দাশ,মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সদ্য ঘোষণা দেওয়া কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানকে অবৈধ আখ্যা দিয়ে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকা থেকে যুবদল, ছাত্রলদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহর ঘুরে দক্ষিণবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে পথসভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ফয়ছল আহমেদ সাগর, উপজেলা যুবদল নেতা জুবের আহমদ, রুহেল আহমদ, আমান হাছান, এবাদুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিছবা উদ্দিন, জামিল আহমদ, জালাল আহমদ, সুমন আহমদ, গালিব আহমদ চৌধুরী, ময়ূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান মো. মুজিব, জাহিদ উদ্দিন, সুমন আহমদ, শরিফ উদ্দিন ইমন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, এবাদুর রহমান বাপ্পি, সদস্য জবলু হোসেন, আক্তার হোসেন রেদোয়ান, আছাদ আহমদ, এ এইচ আনোয়ার, তাহের আহমদ, খায়রুল ইসলাম শুভ, পৌর ছাত্রদল আহবায়ক ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য আশরাফুল ইসলাম, মারুফ আবির, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাফর আহমদ, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, বড়লেখা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি পদে পুনরায় আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খানের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানেকে অবৈধ আখ্যা দিয়ে তাকে বাদ দেওয়ার দাবিতে রাতে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D