২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
খেলাধুলা : প্রায় দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টিন-বন্দী। নিউজিল্যান্ডের এমন কঠোর করোনা নীতিমালায় খেলোয়াড়েরা ‘শারীরিক ও মানসিকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অভিযোগ পাকিস্তানের খেলোয়াড়দের।সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের ক্রাইস্টচার্চ হোটেল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রতিবেদন এখনো আসেনি।গত মাসে নিউজিল্যান্ড সফরে এসেছে পাকিস্তান দল। কোয়ারেন্টিনে থাকতেই জাতীয় দল ও ‘এ’ দল মিলিয়ে পাকিস্তান স্কোয়াডের ৫৩ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। ১০ সদস্য পজিটিভ হন। এরপর পাকিস্তান দলকে আর অনুশীলন করতে দেওয়া হয়নি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, পাকিস্তান স্কোয়াড তাদের দেশে আসার পর মোট পাঁচবার করোনা পরীক্ষা করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর কুইন্সটাউনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান জাতীয় দল। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ক্রাইস্টচার্চে চার তারকা হোটেলে কোয়ারেন্টিনে থাকতে পাকিস্তান দলের খেলোয়াড়দের একসঙ্গে গল্পগুজব করতে দেখা গেছে, যা নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন নীতিমালার পরিপন্থী।কিন্তু পাকিস্তান দলের কোচ মিসবাহ-উল-হকের অভিযোগ, ‘দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিতে উঁচু মানের অ্যাথলেটদের নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয়। কোনো সন্দেহ নেই, বেঁধে দেওয়া কিছু নিয়মনীতির জন্য আন্তর্জাতিক সিরিজের আগে খেলোয়াড়েরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সূত্র মারফত সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অনুশীলনে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি।এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমে নিউজিল্যান্ডের আতিথেয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডে পাঁচ তারকা হোটেল সুবিধা পায়নি স্কোয়াড।সূত্র মারফত তাঁরা জানিয়েছেন, খেলোয়াড়েরা ১১দিন ধরে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে তাঁদের বিছানার চাদর পাল্টানো হয়নি। সাধারণ পরিস্থিতিতে তা প্রতিদিনই পাল্টানো হয়। খেলোয়াড়দের থাকার কামরা ও শৌচাগারও পরিষ্কার করে দেওয়া হয়নি। খেলোয়াড়েরা তাঁদের ব্যবহার করা তোয়ালে ব্যাগের ভেতর করে কামরার বাইরে রাখেন। হোটেলে স্টাফরা এসে তা পাল্টে দেয়। খাবারও প্লেটে না দিয়ে একবার ব্যবহার করা যায়, এমন পাত্রে দেওয়া হয়েছে।নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, পাকিস্তানের খেলোয়াড়েরা নেগেটিভ হওয়ায় আজ থেকে হোটেলের বাইরে যেতে পারবেন। তাঁদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া নিয়ে এখনো কিছু জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D