এমন অভিজ্ঞতা কারও যেন না হয়: তামিম

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

এমন অভিজ্ঞতা কারও যেন না হয়: তামিম

স্পোর্টস ডেস্ক::

জাতীয় দলের অধিনায়ক হয়েও অধিনায়কত্ব উপভোগ করার সুযোগ হয়নি তামিম ইকবালের।

বিষয়টি তামিমের জন্য দুর্ভাগ্যই বটে। করোনা মহামারীর কারণে গত কয়েক মাস খেলা না হওয়ায় দলনেতা হিসেবে কোনো ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি তামিমের।

অধিনায়ক হিসেবে এমন অভিজ্ঞতা আর কারও বেলায় না হোক সেই প্রার্থনা তামিমের।

চলতি বছরের মার্চে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হয় তামিমের। এর মধ্যেই করোনা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। স্থগিত হয়ে যায় সব ধরনের খেলা।

অর্ধবছরেরও বেশি সময় ধরে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা।

তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ‘বায়ো বাবল’ সুরক্ষায় আন্তর্জাতিক ম্যাচে ফিরেছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।

যদিও এখনবধি বাংলাদেশ দল তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করতে পারেনি।

এই সময়ের মধ্যে অবশ্য ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন তামিম। তবে তামিমের এই অভিজ্ঞতা মোটেও স্বস্তিদায়ক নয়।

প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন জয় দিয়েই। কিন্তু মহামারীর কারণে এক রাউন্ড পরই বন্ধ হয়ে যায় লিগ।

এর পর বিসিবি প্রেসিডেন্টস কাপে তিন দলের ম্যাচে নিজের দলকে ফাইনালে তুলতে পারেননি তামিম।

এবার চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও তামিমের দল ধুঁকতে ধুঁকতে পয়েন্ট টেবিলের তলানিতে।

পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হার দেখেছে তার নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

অধিনায়ক হিসেবে এমন ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে নিচ্ছেন কিনা তামিম?

রোববার শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই বাঁহাতি ওপেনার বলেন, ‘সব অভিজ্ঞতাই নেয়া উচিত। তবে আমি এই আশাই করব, এমন অভিজ্ঞতা কারও না হোক।’

বললেন, ’যখন আপনি খুব ভালো করছেন, সেটিও নেয়ার মতো। আবার যখন কোনো দল খুব একটা ভালো করছে না, এটা থেকেও অনেক কিছু শেখার থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি শিখছি কি শিখছি না। যদি শিখতে পারি, তা হলে এ অভিজ্ঞতা খারাপ কিছু হবে না। ’

এর পর টি-টোয়েন্টি কাপে হারতে থাকা ফরচুন বরিশালের বিষয়ে দলটির অধিনায়ক বলেন, ’ক্রিকেটে কখন কোন দলের সঙ্গে কী হয় বলা কঠিন। শেষ তিন ম্যাচে জয় পেতে হবে। এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারি, তা হলে দল ও আমার জন্য ভালো ব্যাপার হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল