দুই পাকিস্তানির নৈপুণ্যে জিতল গল গ্ল্যাডিয়েটর্স

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

দুই পাকিস্তানির নৈপুণ্যে জিতল গল গ্ল্যাডিয়েটর্স

স্পোর্টস ডেস্ক

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ের পর আহসান আলীর ব্যাটিং ঝড়ে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অনায়াসেই জয় পেয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

দলের জয়ে প্রথমে বল হাতে ২৬ রানে ৫ উইকেট শিকার করেন পাকিস্তান সেরা পেসার মোহাম্মদ আমির। এলপিএলের ইতিহাসে এটা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এরপর ব্যাট হাতে ৩৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ২৬ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার আসহান আলী।

সোমবার হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকশে স্টেডিয়ামে লংকান প্রিমিয়ার লিগের ১৪তম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়ে কলম্বো কিংস। সময়ের ব্যবধানে উইকেট পতনের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন কিংসের ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যানিয়েল বেল ড্রামন্ড, ৩৫ রান করেন লংকান সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল।

এছাড়া ডি সিলভা করেন ২৭ রান। ১৭১ রানে অলআউট হয় কলম্বো কিংস। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। এছাড়া ৩৩ রানে তিন উইকেট নেন লক্ষণ সান্দাকান।

টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৯৭ রানের উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ও আহসান আলী। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন এই দুই ওপেনার। ২৮ বলে ৩৮ রান করে আউট হন গুনাথিলাকা। ৩৮ বলে ৯টি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে ফেরেন আহসান আলী।

তৃতীয় উইকেটে ৩৪ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নির্ধারিত ওভারের ১৫ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেন ভানুকা রাজাপাকশে (৩৭) ও আজম খান (৩৫)।

সংক্ষিপ্ত স্কোর
কলম্বো কিংস: ২০ ওভারে ১৭১/১০ (ড্রামন্ড ৪৪, চান্দিমাল ৩৫; আমির ৫/২৬, সান্দাকান ৩/৩৩)।
গল গ্ল্যাডিয়েটর্স: ১৭.৩ ওভারে ১৭৫/৩ (আহসান আলী ৫৬, গুনাথিলাকা ৩৮, ভানুকা রাজাপাকশে ৩৭*, আজম খান ৩৫*)।
ফল: গল গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল