পরাজয়ের ম্যাচে জরিমানা দিতে হচ্ছে কোহলিদের

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

পরাজয়ের ম্যাচে জরিমানা দিতে হচ্ছে কোহলিদের

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার স্বাগতিক অস্ট্রেলিয়ার করা ১৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৮৫ রানের ইনিংসের পর ১২ রানে হারে ভারত।

সিরিজের তৃতীয় ম্যাচে হেরেও দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হল বিরাট কোহলিদের।

অস্ট্রেলিয়া সফরে এ নিয়ে দুইবার জরিমানা গুনতে হল কোহলিদের। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও একই কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে ভারতীয় ক্রিকেট দল। সবকিছু খতিয়ে দেখে কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আর তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নেয় ভারত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল