সাকিবের এক ওভারে ২৬ রান

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

সাকিবের এক ওভারে ২৬ রান

স্পোর্টস ডেস্ক

প্লে-অফ পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়েছে জেমকন খুলনার।

অনেকটা নির্ভার হয়েই বৃহস্পতিবার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে মাহমুদউল্লাহর দল।

অন্যদিকে প্লে-অফের টিকিট নিশ্চিতে বেশ চাপ নিয়েই নামতে হয়েছে বেক্সিমকো ঢাকাকে।

টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে নেমে বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলোধোনা করে ছাড়েন ঢাকার মোহাম্মদ নাঈম।

সাকিবের করা দ্বিতীয় ওভারে ৪ ছক্কা হাঁকান তিনি। ডাউন দ্য ট্র্যাকে নেমে সাকিবের প্রথম বলকে ফুটটস বানিয়ে লম্বা ছক্কা হাঁকান নাঈম। পরের বলের ফল ছিল যেন প্রথম বলের রিপ্লে। ঠিক একইভাবে উড়িয়ে সীমানা পার করেন নাঈম।

তৃতীয় বলে ২ রান নিয়ে ফের স্ট্রাইকে আসেন নাঈম। এর মাসুল গুনতে হয় সাকিবকে। চতুর্থ বল ডট দিতে পারলেও পঞ্চম ও ষষ্ঠ বলে পর পর দুটি ছক্কা হাঁকান নাঈম।

সব মিলিয়ে সাকিবের ৬ বলে ২৬ রান করেন মোহাম্মদ নাঈম।

এমন রানের বন্যা বইয়ে ৩৬ রান করে শহীদুল ইসলামের বলে আউট হন নাঈম। ৩ ওভার করে ৩৬ রান দিয়েছেন সাকিব। বিপরীতে কোনো উইকেট পাননি।

আজ অবশ্য উইকেট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ৪ ওভার করে ২৬ রান দিয়ে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এ সাবেক টাইগার অধিনায়ক।

নাঈমের কাছে সাকিব তুলোধোনা হলেও খুলনার বোলারদের সমানে পিটিয়েছেন ঢাকার আরেক ওপেনার সাব্বির রহমান রুম্মন।

বেশ কয়েকটি ম্যাচ ফ্লপ থাকার পর আজ জ্বলে উঠলেন জাতীয় দলের এ
হার্ডহিটার।

৩৫ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। আজকেও চমৎকার খেলছেন যুবদলের অধিনায়ক আকবর আলী।

মাত্র ১৩ বলে চার ছক্কা হাঁকিয়ে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে বেক্সিমকো ঢাকা। সাব্বির ৫৬ রানে আউট হয়েছেন।

জেমকন খুলনা একাদশ

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাগত হোম চৌধুরী, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ, শহীদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও মাশরাফি বিন মুর্তজা।

বেক্সিমকো ঢাকা একাদশ

মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল