২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
করোনার ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়ানো, দ্রুত পরিবহন ও সংরক্ষণে সহযোগিতা দিতে উন্নয়নশীল দেশগুলোকে ৯০০ কোটি ডলারের তহবিল দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার এডিবি এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেয়।
সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বিবৃতিতে বলেন, এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে। এপিভিএএক্সের আওতায় ভ্যাকসিন কেনার পাশাপাশি তা নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য এডিবি অর্থায়ন করবে। পাশাপাশি ভ্যাকসিন বিরতণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নেও বিনিয়োগ করবে এডিবি।
এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এডিবি এই অর্থায়ন করবে। এর আওতায় এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ ঘটবে। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে সদস্য দেশগুলোকে যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, সেজন্য এডিবি ঋণ হিসেবে ৫০ কোটি ডলার দেবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D