লিটন-সৌম্যের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ চট্টগ্রামের

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

লিটন-সৌম্যের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গুরুত্বপূর্ণ দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম।

রাজশাহীর জন্য আজকের ম্যাচ বাঁচা-মরার লড়াই। আর টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত মিঠুনের চট্টগ্রাম।

নিজেদের সবশেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখন চট্টগ্রামের দখলে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী।

আর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের দুর্দান্ত ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

আজ লিটন দাস ৪৩ বলে ৫ বাউন্ডারি ও একটি ছক্কার মারে ৫৫ রান করেন। রেজাউর রহমানের বলে বোল্ড হয়ে যান তিনি।

আগের ম্যাচগুলোর মতোই ধারাবাহিক সৌম্যের ব্যাট। আজ ৪৩ বলে ৬৩ রান করেছেন এই ওপেনার।

এতে ৩টি বাউন্ডারি ও ৪টি ছয়ের মার ছিল। আনিসুর রহমান ইমনের বলে আউট হলে ৬৩ রানে ইনিংস শেষ হয় সৌম্যের।

আজ অধিনায়ক মিঠুন রানের খাতা খুলতেই সাজঘরে ফেরেন। ৩ বলে ২ রান করেই ইমনের বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

অধিনায়কের দ্রুত চলে যাওয়ার পর দলের হাল ধরেন সামসুর রহমান।

১৮ বলে ২৯ রানের একটি কেমিও ইনিংস খেলেছেন তিনি।

শেষদিকে জিয়াউর রহমান ৭ বলে ১০ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট খুঁইয়ে ১৭৫ রান জমা করে চট্টগ্রাম।

আজ চট্টগ্রামের বিপক্ষে ৭ জন বোলার ব্যবহার করেছেন নাজমুল হোসেন শান্ত।

এদের মধ্যে সবচেয়ে সফল বোলার আনিসুল ইসলাম ইমন। ৩.৩ ওভার বল করে ২টি উইকেট শিকার করেছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন রেজাউর রহমান রেজা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল