২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি ::কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন সভাপতির বক্তব্য রাখেন।
এফবিসিসিআই এর আহবানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ নেতা ও তরুণ আইনজীবী এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ইউপি চেয়ারম্যান ও চেম্বারের সহ-সভাপতি আবু সুফিয়ান, চেম্বারের পরিচালক শিরিণ আহমদ, ব্যবসায়ী ও সাংবাদিক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, তরুণ আইনজীবী এডভোকেট তপন পাল তপু, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আসাদুজ্জামান রণি, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী প্রমুখ।
চেম্বার সভাপতি মো. কামাল হোসেন বলেন, এদেশে মৌলবাদের কোনো স্থান নেই। যারা ভাস্কর্য ভাঙচুর করেছে তাঁদেরকে রাষ্ট্রদ্রোহ মামলার আওতায় এনে বিচার করা হউক।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এদেশে নিজ অর্থায়ণে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিশ্বের তাবৎ দেশ অবাক বিস্ময়ে তা অবলোকন করছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D