সানা খানের হানিমুনের ছবি ভাইরাল

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

সানা খানের হানিমুনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক ::
ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানিয়ে গুজরাটের এক মুফতি আলেমকে বিয়ে করে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান।

বিয়ের পর স্বামী মুফতি আনাস সাঈদের সঙ্গে নানা ছবি-ভিডিও পোস্ট করে যাচ্ছেন নিয়মিত।

আর সানার সেসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা। যা রীতিমতো ভাইরাল।

এবার সানা পোস্ট করেছেন তার হানিমুনের ছবি। হানিমুন করতে ভূস্বর্গ কাশ্মীরে গেছেন সানা খান।

সেখানের গ্লুমবার্গ থেকে ইনস্টাগ্রামে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করছেন তিনি।

ছবিতে দেখা গেছে, শীতের পোশাকে স্বামীর সঙ্গে তুষারপাতে মাতোয়ারা সানা। সাদা বরফে ঢাকা কাশ্মীরের পরিবেশ বেশ উপভোগ করছেন তিনি।

সানা খানের পাশাপাশি মুফতি আনাসও ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভূস্বর্গ কাশ্মীরকে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি বলে অভিভূত মুফতি আনাস।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল