২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার বিপক্ষে ২ রানে জিতে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জয়ে প্লে অফের আগেই বিদায় নিল রাজশাহী। বরিশালের আগেই প্লে অফ নিশ্চিত করে চট্টগ্রাম, খুলনা ও ঢাকা।
শনিবার মিরপুরে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে প্রতিপক্ষ ঢাকার ৬২ রানে তিন উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল বরিশাল। তামিমদের সেই জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন ঢাকার ওপেনার নাঈম শেখ।
এই তারকা ওপেনার চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৯ বলে ১১০ রানের জুটি গড়েন। তাদের এই জুটি ভাঙতেই হিমশিম খেতে হয় বরিশালের খেলোয়াড়দের। এ জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নাঈম শেখ।
জয়ের জন্য শেষ ১২ বলে ঢাকার প্রয়োজন ছিল ২২ রান। ১০৫ ও ৩৭ রানে ব্যাটিংয়ে ছিলেন নাঈম শেখ ও ইয়াসির আলী। সুমন খানের করা ১৯তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন ইয়াসির। ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন নাঈম শেখ। দলীয় ১৭২ রানে ফেরেন তিনি। তার আগে ৬৪ বলে ৮ চার ও সাত ছক্কায় ১০৫ রান করেন নাঈম।
নাঈম শেখের বিদায়ের পর শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১৭ রান। কামরুল ইসলাম রাব্বির করা ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ২৮ বলে ৪১ রান করা ইয়াসির আলী। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন আকবর আলী। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফের নিজেদের ফেবারে নিয়ে নেন মুক্তার আলী। পরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
জয়ের জন্য শেষ দুই বলে প্রয়োজন ছিল ৯ রান। পঞ্চম বল ডট দেন কামরুল ইসলাম রাব্বি। শেষ বলে ছক্কা হাঁকিয়ে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান আকবর আলী। টান টান উত্তেজনাকর ম্যাচে মাত্র ২ রানে জয় পায় বরিশাল।
হারলে বিদায় জিতলে প্লে অফ নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সাইফ হাসান।
দলীয় ৫৯ রানে ফেরেন তামিম (১৯)। এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন পারভেজ হোসেন ইমন (১৩)। ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তার আগে ৪৩ বলে ৮ চারে করেন ৫০ রান।
১৩.৪ ওভারে দলীয় ১০২ রানে তিন উইকেট পতনের পর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আফিফ ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে মাত্র ৩৮ বল খেলে ৯১ রানের জুটি গড়েন তারা। এই দুই তরুণের ব্যাটিং তাণ্ডবেই দুইশ ছুঁই ছুঁই স্কোর গড়ে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১৯৩/৩ (তাওহিদ হৃদয় ৫১*, আফিফ হোসেন ৫০*, সাইফ হাসান ৫০, তামিম ১৯, ইমন ১৩)।
ঢাকা: ২০ ওভারে ১৯১/৬ (নাঈম শেখ ১০৫, ইয়াসির আলী ৪১, সাব্বির ১৯; সোহরাওয়ার্দী শুভ ৩/১৩)।
ফল: বরিশাল ২ রানে জয়ী
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D