‘বড় খেলোয়াড়রা বড় ম্যাচে ভালো খেলে’

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

‘বড় খেলোয়াড়রা বড় ম্যাচে ভালো খেলে’

স্পোর্টস ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিব আল হাসান খেলছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ সাকিব। ধারাবাহিক ব্যর্থ হওয়া সত্ত্বেও তাকে একাদশ থেকে বাদ দিচ্ছে না খুলনা।

সাকিব ধারাবাহিক ব্যর্থ হলেও তাতে কোনো আক্ষেপ নেই খুলনার। দলটির তারকা ওপেনার ইমরুল কায়েস বলেছেন, সাকিব বিশ্বের সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেই খেলে থাকেন। এই টুর্নামেন্টে নিজের মতো করে খেলতে পারছেন না। আমাদের পারফরম্যান্সও ঠিকঠাকমতো হচ্ছে না।

কায়েস আরও বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ম্যাচ ভালো খেললেই অনেক কিছু বদলে যায়। বড় খেলোয়াড়রা বড় ম্যাচে ভালো খেলেন।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ, সাকিব, ইমরুল কায়েসদের নিয়ে গড়া খুলনা। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ১৮ ডিসেম্বরের ফাইনালে চলে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল