২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা ইসরাইলের বিতর্কিত প্রধান রাব্বি (ইহুদিদের ধর্ম যাজক) ইৎজাক ইউসেফ দুবাইয়ে গিয়ে একটি ইহুদি নার্সারি স্কুল উদ্বোধন করেছেন।
কোনো আরব দেশে এটিই তার প্রথম সফর। গত সপ্তাহে বিতর্কিত এ রাব্বি আমিরাত সফর করেন।
স্কুল উদ্বোধনের পর সেখানে তিনি আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমিরাতের রাব্বি লেভি ডাচম্যানের সঙ্গে বৈঠক করেন। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরাইলের।
এর আগে ২০১৬ সালে ইহুদিদের প্রধান এ ধর্ম যাজক বলেছিলেন, ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করা ইসরাইলি সেনাদের ধর্মীয় দায়িত্ব। ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এ অঞ্চলে থাকতে পারবে না।
২০১৮ সালে তিনি কালো মানুষকে বানরের সঙ্গে তুলনা করে বর্ণবাদী মন্তব্য করে আবারও নতুন করে বিতর্কিত হন। ধর্ম ও বর্ণবিদ্বেষী হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত এ রাব্বির আমিরাত সফরে অনেকেই দুবাইয়ের শাসকদের সমালোচনা করেছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D