শেরপুর টি-টোয়েন্টিতে সিক্সার্সের জয়

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

শেরপুর টি-টোয়েন্টিতে সিক্সার্সের জয়

খেলা ডেস্ক

শেরপুর স্পোর্টস একাডেমি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে এসএসএ সিক্সার্স ২৪ রানে এসএসএ থান্ডার্সকে পরাজিত করেছে।

মঙ্গলবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৩ রানে অলআউট হয় সিক্সার্স। দলের হয়ে আরাফ ও ইমান ৩৫ ও ২৪ রান করে করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় থান্ডার্স। ২৪ রানের সহজ জয় পায় সিক্সার্স।

ম্যাচে বল হাতে ২ উইকেট আর ব্যাট হাতে ৩৫ রান করে ম্যাচ সেরা হন সিক্সার্সের আরাফ।

সংক্ষিপ্ত স্কোর:
সিক্সার্স: ২০ ওভারে ১১৩/১০ (আরাফ ৩৫, ইমান ২৪; কনক ২/১৫, আকরাম ২/১৫)।

থান্ডার্স: ১৭.২ ওভারে ৮৯/১০ (নাজমুল ১৪, জাকির ১২, কনক ১১; রিজন ৪/১৩, আরাফ ২/১৬)।

ফল: সিক্সার্স ২৪ রানে জয়ী।
ম্যাচ সেরা: আরাফ (সিক্সার্স)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল