২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (ফেডারেল সিকিউরিটি সার্ভিস- এফএসবি) এক এজেন্ট বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে কিভাবে বিষপ্রয়োগ করা হয়েছিল, তা ফাঁস করে দিয়েছেন।
কৌশলে তার কাছ থেকে এই তথ্য আদায় করে সিএনএন ও অনলাইনভিত্তিক তদন্তকারী দল বেলিংক্যাট। আর পরিচয় গোপন করে ফোনালাপে নাভালনি নিজেই বের আনেন এসব কথা।
গত আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়। নিরাপত্তা সংস্থার টক্সিন দলের ওই সদস্য কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ বলেছেন, প্রাণঘাতী রাসায়নিক নভিচক নাভালনির অন্তর্বাসে রাখা হয়েছিল।
ফোনালাপে কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ সাইবেরিয়ার টমসক শহরে বিষ প্রয়োগে জড়িত অন্যদের কথাও জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চক্ষুশূল নাভালনি। তিনি সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির নানা তথ্য প্রকাশ করেছেন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন।
গত সপ্তাহে পুতিন বলেন, এফএসবি এজেন্টরা নাভালনির পিছু নিয়েছিলেন। তবে তিনি এও বলেন, রাশিয়া যদি নাভালনির মৃত্যু চাইত, তাহলে তাকে শেষ করে দিত।
বেলিংক্যাট-সিএনএনের তদন্তে জানা গেছে, এফএসবি টক্সিন দলের ৬ থেকে ১০ জন এজেন্ট তিন বছরের বেশি সময় ধরে নাভালনিকে অনুসরণ করতেন। তাদের শনাক্ত করার পরে সিএনএন ও বেলিংক্যাট তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে।
তাদের মধ্যে একজন ছিলেন ওলেগ তায়াকিন। সিএনএনের প্রশ্নের মুখে তিনি দরজা বন্ধ করে দেন। বাকিরা কেউ কোনো কথা বলেননি।
এরপর কৌশলে কথা বলা হয় কুদ্রেইয়াভস্তিভের সঙ্গে। জার্মানির গোপন জায়গায় রয়েছেন নাভালনি। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।
নাভালনি রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দেন কুদ্রেইয়াভিস্তেভ।
তিনি বলেন, তিনি বিষ প্রয়োগ নিয়ে কাজ করছেন। এফএসবির সদর দফতরের ফোন নম্বরের মতো করেই নাভালনির ফোন নম্বর সাজানো হয়। ফোনালাপ রেকর্ড করে সিএনএন ও বেলিংক্যাটকে দেয়া হয়।
ফোনালাপে নাভালনি জানতে চান, টমসকে নাভালনিকে বিষ প্রয়োগের অভিযান কেন ব্যর্থ হল। কুদ্রেইয়াভিস্তেভের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয় ছদ্মবেশী নাভালনির।
তিনি বারবারই কুদ্রেইয়াভস্তিকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে তাকে জরুরি রিপোর্ট দিতে হবে।
এফএসবি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, কুদ্রেইয়াভিস্তেভের সঙ্গে নাভালনির ফোনালাপের যে ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে, তা ভুয়া। বিদেশি গোয়েন্দাদের সুবিধার জন্য এমনটা করা হয়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D