২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
নানা অভিযোগে আক্রান্ত পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্টকে দায়ী করে গত সপ্তাহে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেই দলের প্রধান কোচ মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে ধুয়ে দেন আমির।
পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার আর সইতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আমির।
আমিরের সেই অভিযোগের রেশ কাটার আগেই আরও এক অভিযোগ জমা পড়ল পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে।
দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, শুধু আমিরই নয়; ক্রিকেটার ইমাদ ওয়াসিমের সঙ্গেও একই আচরণ করেছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তার ওপর অবিচার করেছে পিসিবির কর্মকর্তারা।
আর সেই কারণে আমিরের মত ইমাদও অবসর নিয়ে বসেন কিনা, সেই শঙ্কার কথা জানান লতিফ।
মঙ্গলবার ‘কট বিহাইন্ড’ শিরোনামের একটি ইউটিউব চ্যানেলে পাক টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে এমন বক্তব্য দেন রশিদ লতিফ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাদশে ঠাঁই হয়নি ৩২ বছর বয়সী অলরাউন্ডার ইমাদের। বিষয়টি মানতে পারছেন না রশিদ লতিফ।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘দলে ইমাদের জায়গা পূরণ করার মত কেউ নেই। অথচ তৃতীয় ম্যাচের একাদশে তাকে রাখা হয়নি। আগের ম্যাচে তাকে বল করতে দেয়া হয়নি, ব্যাটিংয়েও সুযোগ দেয়া হয়নি। ফাহিম আশরাফেরও পরে তাকে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে। এসব করে টিম ম্যানেজমেন্ট ইমাদের আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। ’
এরপর রশিদ লতিফ আশঙ্কা প্রকাশ করেন, ‘পারফরম্যান্স বিচারে খেলোয়াড়কে সম্মান করা উচিত। বল হাতে টি-টোয়েন্টিতে দারুণ ইকোনোমি রেট ইমাদের। ব্যাট হাতেও সুযোগ পেলেই ভালো করে সে। অথচ সেই খেলোয়াড়কে বাইরে রেখে একাদশ গড়া হচ্ছে! ইমাদকে এভাবে অবমূল্যায়ন করতে থাকলে আমি বলব, দ্বিতীয় আমির তৈরি করছে পাক টিম ম্যানেজমেন্ট।’
পরের বিশ্বকাপ ভারতে হবে মনে করিয়ে দিয়ে লতিফ বলেন, ভারতের মাটিতে ইমাদ খুবই কার্যকরী হতে পারে। এর আগে সে যেন ঝরে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ৫৫ ওডিআই ম্যাচ খেলে ইমাদ ওয়াসিমের সংগ্রহ ৯৮৬ রান। বল হাতে নিয়েছেন ৪৪ উইকেট। আর ৪৯ টি-টোয়েন্টিতে ইমাদের ব্যাট থেকে এসেছে ৩০২রান, আর উইকেটসংখ্যা ৪৭।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D