দ্বিতীয় টেস্টে হারলেই লজ্জার ইতিহাস গড়বে ভারত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

দ্বিতীয় টেস্টে হারলেই লজ্জার ইতিহাস গড়বে ভারত

স্পোর্টস ডেস্ক

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।

আগের টেস্টের সেরা দুই নায়ক কামিন্স ও হ্যাজেলহুডের বলে এবারও ভারত ধরাশায়ী হবে কিনা তা দেখতে উদগ্রীব ক্রিকেটবিশ্ব।

আর এই টেস্টেও যদি এমনটা ঘটে হেরে যায় অজিঙ্কা রাহানের দল, তাহলে আরও এক লজ্জার ইতিহাস গড়বে ভারত।

সেটি হলো – নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মত কোনো বছরের সব ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়বে ভারত।

করোনায় জর্জরিত ২০২০ সালে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। সবকটিতেই হেরেছে তারা। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফির অ্যাডিলেড টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছে ভারত।

এখন ২০২০ সালে ভারতের হাতে বাকি রয়েছে একটিমাত্র টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এটি।

তাই লজ্জার এ রেকর্ড এড়াতে ন্যূনতম ড্র করতে হবে কোহলি বিহীন দলটিকে। আর হেরে গেলেই ১৯তম দেশ হিসেবে একবছরে সবগুলো টেস্ট হারার লজ্জার রেকর্ডে নাম লেখাবে টিম ইন্ডিয়া।

এমন লজ্জার রেকর্ডের তালিকায় সবার ওপরে নাম উঠিয়েছে বাংলাদেশ। ৫টি ভিন্ন বছরে সব টেস্ট হেরেছে টাইগাররা। তালিকায় দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৩ বছর সব টেস্ট হেরেছে দলগুলো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এক বছর সবকয়টি টেস্টে হেরেছে।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল