২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
অ্যাডিলেড টেস্টে আজিঙ্কা রাহানের ভুল কলের কারণেই রানআউট হতে হয়েছিল বিরাট কোহলিকে। এজন্য অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রাহানে। বক্সিং ডে টেস্টের আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটি জানিয়েছেন কোহলির অবর্তমানে অধিনায়কের দায়িত্বে থাকা রাহানে।
তিনি বলেছেন, প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর বিরাট কোহলিকে ‘সরি’ বলেছিলাম। ও মেনে নিয়েছে। ক্রিকেটে এগুলো ঘটেই থাকে। আর সেটা মেনেই চলতে হয়।
অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জা নিয়ে রাহানে বলেছেন, শেষ টেস্টে একটা ঘণ্টা বাজে খেলায় ম্যাচ হেরে গিয়েছিলাম। কিন্তু তারপর আমরা দল ও ব্যক্তি হিসেবে নিজেদের শক্তি মেলে ধরায় জোর দিয়েছি। প্রথম টেস্টে আমাদের যা পরিকল্পনা ছিল, সেটাই প্রয়োগ করতে হবে।
বক্সিং ডে টেস্টে ওপেনারদের খেলার স্বাধীনতা দিতে চান জানিয়ে রাহানে বলেছেন, শুধু অস্ট্রেলিয়াতেই নয়, সর্বত্রই ওপেনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে আমি ওপেনারদের ওপর কোনো চাপ দিতে চাই না। ওদের স্বাধীনতা দিতে চাই। ওপেনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বড় জুটি হলে পরের দিকের ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায়। আর আমরা অবশ্যই মিস করব বিরাটকে। ও থাকা মানেই একটা বড় ভরসা। তাই নিশ্চিতভাবেই মিস করব ওকে।
দলের প্রস্তুতি নিয়ে রাহানে বলেছেন, গত কয়েকটা নেট সেশনে খুব ভালো প্রস্তুতি হয়েছে। দলের প্রত্যেকে ভালো খেলার ক্ষমতা রাখে। আমাদের ইতিবাচক থাকতে হবে, নিজেদের ক্ষমতায় ভরসা রাখতে হবে আর ব্যাটিংয়ে জুটি গড়তে হবে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অ্যাডিলেড টেস্টের পরই অস্ট্রেলিয়া থেকে ভারত ফেরেন বিরাট কোহলি।
দেশে ফেরার আগে কোহলি দলকে কী বার্তা দিয়ে গেছেন? এমন প্রশ্নের জবাবে রাহানে বলেন, টিম ডিনারে প্রত্যেকের সঙ্গে ও কথা বলে ইতিবাচক থাকতে বলেছে। একে অন্যের জন্য খেলা এবং অন্যের সাফল্য উপভোগ করা- এগুলোই হল আমাদের দলের শক্তি।
রাহানে আরও বলেছেন, ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারা আমার কাছে গর্বের ব্যাপার। এটা দুর্দান্ত সুযোগ, একই সঙ্গে দায়িত্বও। আমি কোনো চাপ নিতে চাইছি না।
এর আগে ২০১৭ সালে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেয়া প্রসঙ্গে রাহানে বলেছেন, ২০১৭ সালের সেই টেস্টে আমি শিখেছিলাম অধিনায়ক হিসেবে সহজাত প্রবৃত্তি মেনে চলতে। আর চাপের মুখে শান্ত থাকতে। আমি তাই নিজের মতো করে চলতে চাইব। ওই টেস্ট থেকে এটাই শিখেছি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D