তারকাকে বাদ দিয়েই নির্বাচক প্যানেল দিল ভারত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

তারকাকে বাদ দিয়েই নির্বাচক প্যানেল দিল ভারত

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হতে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে ক্রিকেটীয় অভিজ্ঞতায় অন্য সবার চেয়ে একধাপ এগিয়ে ছিলেন অজিত আগরকর। কিন্তু ভারতীয় সাবেক এই তারকাকে খোঁড়া অজুহাত দেখিয়ে নির্বাচক প্যানেলে রাখা হয়নি।

ভারতের হয়ে ১১ বছর ক্রিকেট খেলে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টিতে ৩৪৯ উইকেট শিকার করেছেন; যার ক্রিকেট ক্যারিয়ার এমন সমৃদ্ধ অথচ তাকে রাখা হয়নি নির্বাচক হিসেবে। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে যারা আবেদন করেছেন তাদের মধ্যে সবদিক বিবেচনায় এগিয়ে ছিলেন ৪৩ বছর বয়সী সাবেক এই তারকা পেসার।

অথচ আগরকরকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আছেন- চেতন শর্মা, অ্যাবে কুরুভিলা ও দেবাশীষ মোহন্ত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়। চেতন শর্মা নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি দুইজন তার সহযোগী।

অজিত আগরকরের বদলে কুরুভিল্লাকে নেয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, আগরকরের প্রতি আস্থা ছিল না মুম্বাইয়ের। সেখানকার নির্বাচক থাকার সময় তিনি ম্যাচ দেখতেন না বলে অভিযোগ, সেজন্যই বেছে নেয়া হয়েছে কুরুভিল্লাকে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়,বিসিসিআইয়ে কুরুভিল্লার আস্থাভাজন লোক থাকায় আগরকরের নাম ভাবাই হয়নি।

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়ে চেতন শর্মা বলেছেন, আবারও ভারতীয় ক্রিকেটের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

১৯৮৭ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা। ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলে শিকার করেছেন ৬৭টি উইকেট।

বৃহস্পতিবার ঘোষিত এই নির্বাচক কমিটির আগে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন সুনীল জোশী, হরবিন্দর সিং, দেবাং গান্ধী, শরণদীপ সিং ও যতীন পরঞ্জপে। তাদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কমিটি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল