২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
স্পোর্টস ডেস্ক
লা লিগায় গত বুধবার গ্রানাডার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
জানা গেছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন রদ্রিগো। কমপক্ষে তিন মাস বিশ্রামে থাকতে হবে তাকে। অর্থাৎ আগামী বছরের মার্চ পর্যন্ত মাঠে নামতে পারছেন না এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।
শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, রদ্রিগোর পেশির চোট এতোটাই বেশি যে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডের।
রদ্রিগোর এই চোট জিনেদিনে জিদানের ঘুম কেড়ে নিয়েছে। কেননা চোটের কারণে একের পর খেলোয়াড় হারাচ্ছেন তিনি। চোটের কারণে বর্তমানে খেলার বাইরে আছেন দলের অন্যতম অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচ। তার আগে চোটে পড়েছিলেন এডেন হ্যাজার্ড। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন হ্যাজার্ড।
চোটের কারণেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক সার্জিও রামোস, দানি কারভাহাল। আর এমন সব খেলোয়াড়ই রিয়ালের ভরসারা।
সব মিলিয়ে এই চোট কাহিনীর নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন রিয়াল কোচ। এবার রদ্রিগোর চোট নতুন বছর শুরুর আগেই বড় দুঃসংবাদ হয়ে দেখা দিল রিয়াল শিবিরে।
তথ্যসূত্র: গোল ডট কম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D