১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ২০২০-এ পুনরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান।
দলীয় প্যাডে কেন্দ্রীয় আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। ফজলুর রহমান ছাড়াও মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
৩০ জানুয়ারি মৌলোভীবাজারে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০১৬ সালে পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন মেয়র ফজলুর রহমান। তখন তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন।
উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কোদালিছড়া সংস্কার, শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসাবাড়ির দেয়াল আলোচনা করে অপসারণ ও সড়ক প্রশস্তকরণ, জনমিলন এলাকায় প্রবীণাঙ্গণ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্লিন সিটি উদ্যোগ ইত্যাদি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D