২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
‘সময়ের সেরা ব্যাটসম্যান কে’- প্রশ্নে যে কয়জনের নাম উঠে আসবে তাদের মধ্যে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ অন্যতম।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের ধারাবাহিক পারফরম্যান্স চোখে পড়ার মত।
আর সেই পারফরম্যান্সের ভিত্তিতে অসাধারণ স্বীকৃতি পেলেন কোহলি ও স্মিথ দুজনই।
আইসিসির দশকসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন বিরাট কোহলি।
আর টেস্টের দশকসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অসি তারকা স্টিভেন স্মিথ।
সোমবার আইসিসি বিজয়ী হিসেবে এই দুজনের নাম ঘোষণা করে।
রোববার ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সেরা পারফর্ম করে যাওয়া ক্রিকেটাদের তালিকা প্রকাশ করে আইসিসি।
যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের দশক সেরা ক্রিকেটারদের নাম বেছে নেয়া হয়।
আর এই তালিকায় অনন্য এক নজির স্থাপন করেছেন কোহলি।
আইসিসির তিন ফরম্যাটের দলে একক আধিপত্য বিস্তার করেছেন ভারতীয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া আর কোনো ক্রিকেটার দশক সেরা তিন দলে জায়গা পাননি।
২০০৮ সাল থেকেই চমক দেখিয়ে চলেছেন কোহলি। সে সময় তার নেতৃত্বে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জেতে ভারত।
জাতীয় দলে সুযোগ পেয়ে একের পর এক রেকর্ড গড়েছেন কোহলি।
২০১৩ সালে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে পৌঁছে যান। আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে(২০১৪ এবং ২০১৬ সালে) ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ এবং ১১,০০০ রানের রেকর্ডটি তারই করা
সম্প্রতি স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দ্রুততম ২২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
এখন পর্যন্ত ৮৭ টেস্টে কোহলির রান ৭৩১৮। ২৫১ ওয়ানডে খেলে ১২০৪০ রান জমা করেছেন। ৮৫ টি-টোয়েন্টি খেলে তার সংগ্রহ ২৯২৮ রান। আইপিএলে ১৯২ ম্যাচে ৫৮৭৮ রান করেছেন।
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D