টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা

স্পোর্টস ডেস্ক

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারানো বসুন্ধরা সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।

ফেডারেশন কাপে নিজেদের দুই ম্যাচে টানা জিতে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশ কোচ অস্কার ব্রুসনের দলটি।

এক ম্যাচ জিতে এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিল চট্টগ্রাম আবাহনী। তবে দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে আগের আসরের রানার্সআপ রহমতগঞ্জ।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের সি গ্রুপের শেষ ম্যাচে বসুন্ধরা ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।

এদিন খেলার ৪৯ মিনিটে গোলের আনন্দে মেতে ওঠে বসুন্ধরা শিবির। রবসন দ্য সিলভার কর্নার লাফিয়ে উঠে ফিস্ট করতে যান গোলকিপার নাঈম কিন্তু ফ্লাইট মিস করেন তিনি। হেডে গোল করেন বসুন্ধরার আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা (১-০)।

৬১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হারায় চট্টগ্রাম আবাহনী। রাকিব হাসানের ক্রসে শুধু পা লাগালেই হতো। কিন্তু সেটাও করতে পারেননি মান্নাফ রাব্বি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল