৪৫-এর আগে অবসর নয়

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

৪৫-এর আগে অবসর নয়

স্পোর্টস ডেস্ক

‘কী বললেন, খেলা ছাড়ব কবে? এখনই নয়। এই মুহূর্তে অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি মনে করি, আরও বছরপাঁচেক খেলতে পারব।

বলতে পারেন, ৪৫-এ পা রাখার আগে খেলা ছাড়ার কোনো সুযোগ নেই। আর হ্যাঁ, আরও দুটি বিশ্বকাপ খেলতে চাই।’

বক্তা আর কেউ নন, ক্রিস গেইল। এখন তার বয়স ৪১। ৪৫ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার অভিলাষ তার। ২০২১ ও ২০২২ টি ২০ বিশ্বকাপে তার চোখ। গেইল কোনো রাখঢাক না করে বলেছেন, এখনও ক্রিজে গেলে নিজেকে সতেজ মনে হয়। চার-ছক্কা হাঁকাতে নিশপিশ করে হাত।

৪৫ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার দুঃসাহস তিনি পেলেন কোথা থেকে? তার উত্তর, ‘ওই যে লোকে বলে বয়স শুধুই একটি সংখ্যা। শোনেননি?’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল