সৌরভের সুস্থতা কামনায় সাবেক প্রেমিকার টুইট

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

সৌরভের সুস্থতা কামনায় সাবেক প্রেমিকার টুইট

অনলাইন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিম কলকাতার উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক এবং বর্তমানের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শনিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর ইতোমধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের অসুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতা কামনা করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ক্রিকেটার শচিন টেন্ডুলকর, বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি, শেখর ধাওয়ানসহ অনেকে। বাদ গেলেন না সৌরভের সাবেক প্রেমিকা ও কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নাগমাও।

বলিউড, টলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় এই তারকা তার একসময়কার ভালোবাসার মানুষের সুস্থতা কামনা করে নিজের টুইটারে একটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার আরোগ্য কামনা করছি। অনেক প্রার্থনা রইল আপনার জন্য।’

২০০০ সালের দিকে নাগমার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর প্রেম ছিল বহুল চর্চিত বিষয়। কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ এবং নাগমা তাদের সম্পর্ক নিয়ে কোনো দিনই প্রকাশ্যে কিছু বলেননি। তবে সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হতো তাদের সম্পর্কের রসালো গল্প।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল