২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
স্পোর্টস ডেস্ক
গত বছরের মার্চে করোনাভাইরাস বিশ্বে সংক্রমিত হওয়ার পর থেকেই মানুষ ভীত এবং শঙ্কিত। সেই কঠিন সময়ের মধ্যেই জুলাইয়ে প্রথম দল হিসেবে ইংল্যান্ড সফর করে সাহসিকতার পরিচয় দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
মানুষের মধ্যে এ মুহূর্তে করোনাভীতি নেই বললেই চলে। অথচ এখন উল্টো আচরণ করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যারা করোনা শঙ্কার মধ্যে ইংল্যান্ড সফর করে সাহসিকতার পরিচয় দিয়েছিল; সেই তারাই এখন বাংলাদেশ সফরের আগে করোনাকে ইস্যু দাঁড় করিয়েছে।
করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও সীমিত ওভারের অধিনায়ক জেসন হোল্ডার ও কায়রন পোলার্ডসহ ১০ তারকা ক্রিকেটার। তারকা না আসায় জুনিয়রদের নিয়েই দল সাজিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আগামী ১০ জানুয়ারি দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজের বি ক্যাটাগরির দল। তারুণ্যনির্ভর ক্যারিবীয় এই দলের বিপক্ষে টাইগাররা কাঙ্ক্ষিত ফল না পেলে হতাশ হবেন সাকিব আল হাসান।
রোববার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি আমরা ভালো না করি, তাহলে আমি হতাশ হব।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অপরাধে এক বছর নিষিদ্ধ হওয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। এ ব্যাপারে সাকিব বলেছেন, অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, এতে আমি খুশি। কোনো ধরনের চাপ অনুভব করছি না। তবে ফেরাটা আমার জন্য সহজ হবে না। চেষ্টা করব পুরনো ফর্ম ফিরে পেতে।
নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তৃতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর দেন সাকিব। এ ব্যাপারে তিনি বলেছেন, তৃতীয়বার বাবা হচ্ছি। অবশ্যই আমি খুশি। আমি চাই সবার দোয়ায় যেন সুস্থভাবে বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সুস্থ-সবলভাবে যেন বাচ্চা ও মা দু’জনেই থাকতে পারে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D