২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
স্পোর্টস ডেস্ক
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এতে সৌরভের অংশ নেয়া ভোজ্য তেলের এক বিজ্ঞাপন নিয়ে ট্রলে মেতেছেন ভারতীয় নেটিজেনরা। ওই তেলের বিজ্ঞাপনে দাবি করা হয়, হৃৎপিণ্ড সবল রাখবে এ তেল।
আর সৌরভের অসুস্থতাকে কেন্দ্র করে বিজ্ঞাপনের এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘মিম’ ছড়িয়ে পড়েছে।
দ্য ইকোনমিকস টাইমস জানায়, সৌরভের সেই বিজ্ঞাপনে প্রচারিত পণ্যের নাম – ফরচুন রাইস ব্র্যান অয়েল। গত বছরের জানুয়ারিতে ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ গাঙ্গুলি।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পণ্যের ট্যাগলাইন ছিল – ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’। এর মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে’।
আর সেই দাদা নিজেই ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
এর ফলে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি এই ব্র্যান্ডের পক্ষ থেকে দেয়া হচ্ছিল, তা কি শুধু প্রচারসর্বস্ব? এ নিয়ে প্রশ্ন উঠেছে ।
নেটিজেনদের সরব হয়েছেন এই বলে- বিজ্ঞাপনের মডেল নিজেই অসুস্থ। হৃৎপিণ্ড সবল রাখার মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে এখানে। তাই এই পণ্যের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা হোক। অনেকে ক্রেতা সুরক্ষা দফতরে নালিশ করবে বলে হুমকি দিচ্ছেন।
তবে নেটিজেনদের এমন হুমকি ও ট্রলের পাল্টা জবাব দেয়া হয়েছে তেলটির প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে।
নিজেদের পণ্যের সাফাই গেয়ে তারা জানিয়েছে, ‘এমনটি নয় যে, ওই তেল ব্যবহার করলে হৃদরোগ হবেই না। এটি কোনো ওষুধ নয়, এটি রান্নার তেল। তাছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার আরও কারণ থাকতে পারে।’
তবুও এ নিয়ে ক্রমাগত আক্রমণ ও ট্রলিং চলতে থাকে।
গত শনিবার টুইটারে সৌরভের সেই বিজ্ঞাপনের একটি ছবি পোস্ট করেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ। তাতে লেখা ছিল, ৪০ বছরের পর সেই তেলের রান্না খেলে হৃৎপিণ্ড ভালো থাকে।
কীর্তি আজাদ লেখেন, ‘দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সব সময় পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর মঙ্গল করুন।’
এমন পরিস্থিতিতে তেলের সব বিজ্ঞাপন স্থগিত করে এর প্রস্তুতকারক সংস্থা।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D