১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দলের কান ধরে টানার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার।
টানা দুই টেস্টে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান দলকে নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।
দলের এমন পারফরম্যান্সে হতাশার পাশাপাশি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে নিউজিল্যান্ড সফররত পাক দলকে একেবারে ধুয়ে দিলেন তিনি। পাশাপাশি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপরও ক্ষোভ উগড়ে দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিকেই দায়ী করলেন শোয়েব।
মঙ্গলবার পাকিস্তান দলের কড়া সমালোচনা করে একটি ভিডিও টুইট করেছেন শোয়েব আখতার৷
সেখানে তিনি বলেন, ‘পিসিবি নিজেদের তৈরি করা নীতিতেই নিজেরাই কাটা পড়ছে৷ গড়পত্তা খেলোয়াড়দের নির্বাচন করলে গড়পত্তা ফলই পাবে৷ পাকিস্তান যখনই টেস্ট খেলছে, তখনই দলের আসল চেহারাটা বেরিয়ে আসছে৷ পাকিস্তান এখন স্কুলপর্যায়ের ক্রিকেট খেলছে৷ আমি মনে করি ক্লাবের টিমগুলো এর চেয়ে ভালো খেলে৷ ম্যানেজমেন্টই প্লেয়ারদের স্কুলপর্যায় নামিয়ে এনেছে৷ আবার ম্যানেজমেন্ট ভাবছে দল বদলাবে৷ আমার প্রশ্ন– ম্যানেজমেন্ট নিজে কবে বদলাবে?’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘টেস্ট হেরেছে, ব্যাপারটি এমন নয়। কিন্তু যেভাবে হেরেছে সেটিই প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট দলের কান ধরে টানার সময় হয়েছে।’
Clubs teams would play better than this. pic.twitter.com/r9m4ekqbeq
— Shoaib Akhtar (@shoaib100mph) January 5, 2021
প্রসঙ্গত মাউন্ট মঙ্গানুয়ে টেস্টে ১০১ রানে হেরে যাওয়া পাকিস্তান ক্রাইস্টচার্চে হারে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে।
নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে ক্রিকেটের ‘আইফেল টাওয়ার’ কাইল জেমিসনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।
দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন তিনি।
প্রথম ইনিংসে আজহার আলির ৯৩ রানের বিষয়টি উল্লেখ করার মতো হলেও দ্বিতীয় ইনিংসে ৪০ কোঠাতে যেতে পারেনি পাকিস্তানের কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩৭ রান এসেছে সেই আজহার আলির ব্যাট থেকে।
তথ্যসূত্র: বিবিসি, টুইটার, নিউজ এইটিন
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D