অ্যাস্টন ভিলার জালে লিভারপুলের ‘এক হালি

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

অ্যাস্টন ভিলার জালে লিভারপুলের ‘এক হালি

স্পোর্টস ডেস্ক
এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলেছে লিভারপুল।

ভিলাপার্কে অ্যাস্টন ভিলার জালে এক হালি বল জড়িয়েছে মোহামেদ সালাহর দল। এদিন লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সেনেগালিজ তারকা সাদিও মানে।

একটি করে গোল করেন জর্জিনিও উইজনালডাম এবং মোহামেদ সালাহ। অ্যাস্টন ভিলার হয়ে একটিমাত্র গোল শোধ করেছেন লুই ব্যারি।

ম্যাচের চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। ম্যাচের ৪১তম মিনিটে দলকে সমতায় ফেরান লুই ব্যারি। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোলটি করেন ব্যারি।

১-১ সমতায় বিরতিতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে এসে অপ্রতিরোধ্য হয়ে ওঠে লিভারপুল। বলতে গেল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের হাতে নিয়ে নেয় অলরেডরা। ৫ মিনিটের ব্যবধানে অ্যাস্টন ভিলার জালে ৩বার বল জড়ায় ক্লপের শিষ্যরা।

৬০ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন উইজনালডাম। এর ৩ মিনিট পর দলের হয়ে তৃতীয় এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন সাদিও মানে।

সেই গোলোৎসবের রেশ কাটতে না কাটতেই ৬৫ মিনিটে অ্যাস্টন ভিলার কফিনে শেষ প্যারেক ঠুকে দেন মোহামেদ সালাহ।

শেষ পর্যন্ত রেফারির বাঁশিতে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়ে লিভারপুল ।

এ জয়ের পর চতুর্থ রাউন্ডে উঠে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আর অলরেডদের কাছে একহালি গোল হজম করে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ল অ্যাস্টন ভিলা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল