১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জমে ওঠার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। কিন্তু রিয়াল শেষ দিকে এসে হোঁচট খাওয়ায় বার্সা-রিয়ালের মহারণ শেষ পর্যন্ত দেখা হলো দর্শকদের।
বার্সা-রিয়াল দ্বৈরথ উপভোগের সম্ভাবনার আলো নিভিয়ে দিল অ্যাথলেটিক বিলবাও। পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলটি।
দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়েছেন মার্সিলিনো গার্সিয়া তোরালের শিষ্যরা।
এর আগে কর্দোবায় বুধবার প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ কাপের ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।
সেই হিসাবে আগামী রোববার টুর্নামেন্টের ফাইনালে লিওনেল মেসির বার্সার মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক বিলবাও।
বৃহস্পতিবারের ম্যাচে নিজেদের ভুলে প্রথমার্ধে ২ গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ।
এদিন ম্যাচের খলনায়কে পরিণত হয়েছেন লুকাস ভাসকেস। ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সের ভেতর সবাইকে হতবাক করে দিয়ে বিলবাওয়ের দানি গার্সিয়ার পায়ে বল তুলে দেন ভালকেস। সে বল রাউল গার্সিয়াকে বাড়িয়ে দেন দানি। আর তা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার রাউল।
৩৮তম মিনিটে ফের ডি বক্সের ভেতর ভুল করেন ভাসকেস। এবার তিনি গোল বাঁচাতে ইনিগো মার্তিনেসকে টেনে ফেলে দেন, যা ফাউল হিসেবে গণ্য হয়। রেফারির বাঁশির পর সফল স্পট কিকে ব্যবধান ২-০ করেন রাউল গার্সিয়া।
এই ২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফেরার চেষ্টায় গোছানো ফুটবল খেলে রিয়াল। কিন্তু তার আগেই রক্ষণভাগে প্রাচীর গেড়ে তোলে বিলবাও। প্রায় ২৮ মিনিট চেষ্টার পর একটি গোল শোধ করতে পারেন জিদানের শিষ্যরা।
৭৩ মিনিটে সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় বিলবাওয়ের জালে জড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
সেই গোল শোধের পর শানিত আক্রমণ চালিয়ে যেতে থাকে রিয়াল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি আর কেউ। যোগ করা সময়ে সার্জিও রামোস পেনাল্টির আবেদন করেছিলেন, যা কানে তুলেননি রেফারি। হেড করতে গিয়ে রামোস নিজে নিজেই পড়ে গিয়েছিলেন বলে জানান রেফারি। এ নিয়ে অনেকটা সময় মাঠে উত্তেজনা বিরাজ করে।
শেষ পর্যন্ত পেনাল্টি না পেয়ে ২-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D