১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আ,লীগের দলীয় প্রার্থী সাথে দলের বিদ্রোহী দুই জন মেয়র প্রার্থী স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ ও জগ প্রতীক নিয়ে ভোট গ্রহন চলছে। সকাল ৮ থেকে ভোট কেন্দ্রেগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি লাইনে দাঁড়িয়ে ভোটাদিকার প্রয়োগ করতে দেখা গেছে। তবে কেন্দ্র সমুহের বাহিরে প্রচুর লোকের সমাগম দেখা গেছে।
ভোটের দিন হিসাবে পৌর এলাকার সকল কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অপরদিকে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ আনাসার বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া টহল পুলিশ গাড়ী বহর নিয়ে টহল দিতে দেখা গেছে। আওয়ামীলীগের ত্রি-মুখা দ্বন্ধে ৯জন নির্বাহী হাকিম, ৩টি স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তায় কমলগঞ্জ পৌরসভার নির্বাচন হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কিছুটা উত্তেজনা থাকলেও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচনের দিন ৯জন নির্বাহী হাকিম মাঠে কাজ করবেন। ৩টি স্টাইকিং ফোর্সসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া শক্ত একটি ভিজিল্যান্স টিমও মাঠে থাকছে।
পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৯১১ জন, নারী ৬ হাজার ৯৯৪। সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন লড়াই করছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D