ছাত্রজীবন থেকে মুজিববাদে বিশ্বাসী বাচ্চু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

ছাত্রজীবন থেকে মুজিববাদে বিশ্বাসী বাচ্চু

মেহদি হাসান রাহাত (কুলাউড়া):: এবারের নির্বাচনে অনেকগুলো বিষয় তুমুল ভাবে উচ্চারিত হচ্ছে। তৃণমূল থেকে মাঠ পর্যায়ে সবখানে আসন্ন নির্বাচনে ভোটারদের বুঝে -শুনে ভোট দেবার কথাও বলা হচ্ছে।
বলা হচ্ছে: তরুন ভোটাররা তাদের ভোটের মাধ্যমে ব্রাম্মনবাজারকে মডেল ইউনিয়ন এর নেতৃত্ব নির্ধারণে অগ্রণী ভুমিকা রাখবে।
বলা হচ্ছে;
#যারা প্রবীন, তাঁরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন থেকে ভোট দেবেন।

#অধিক ভাবে উচ্চারিত কথা হলো-
ভোটার দলীয় প্রতীক কে প্রাধান্য না দিয়ে প্রার্থীদের জনবান্ধব রাজনীতি, সততা, প্রজ্ঞা, ন্যায়বিচারক,নিখাদ দেশপ্রেম এবং সর্বপরি মানুষকে ভালোবেসে জনবান্ধব থাকার মতো যোগ্য লোককেই ভোট দেবার কথা।

নুরুল ইসলাম খান বাচ্চু ব্রাম্মণবাজার ইউনিয়ন তথা গোটা কুলাউড়া উপজেলার রাজনীতিতে একটি আদর্শিক নাম। কালোটাকা, দূর্ণীতি, শিক্ষা বাণিজ্য এবং তৃণমূল বিচ্ছিন্ন রাজনীতিবিদদের ভীড়ে গোটা ৫ নং ব্রাম্মনবাজার ইউনিয়নে একটি পরিচ্ছন্ন রাজনীতিবিদের নাম নুরুল ইসলাম খান বাচ্চু।
ইউনিয়নবাসী ভালোবেসে যাকে বলে একজন ন্যায়বিচারক হিসেবে বিবেচিত করে।

আসন্ন নির্বাচনে ব্রাম্মণবাজার ইউনিয়নের ভোটাররা বাংলাদেশের যে কোন অঞ্চলের ভোটারের চেয়ে ব্যতিক্রম। তাঁরা আসল-নকল খুব ভালো করেই চেনে। জানে এবং বুঝে। তাই তো এই অঞ্চলের জনগণের মাঝে আজ নুরুল ইসলাম বাচ্চু খানের প্রতি বাধঁ ভাঙ্গা জোয়ার। ভোটারদের ওনার প্রতি অকুন্ঠ সমর্থন।মানুষের বিশ্বাসের প্রতি মূল্যায়ন রেখে নিজেকে স্বেচ্চাচারিতার উর্ধ্বে রেখে নিজ এলাকার মানুষের প্রতি নিখাদ প্রেম নিয়ে বলে উঠেন আমি যদি অাপনাদের চোখে অযোগ্য বিবেচিত হই,আপনার স্বাক্ষ দিন,আমি নির্বাচনের মাঠ থেকে সরে দাড়াবো।

কিন্তু নিজ এলাকা সহ গোটা ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধার স্ফোরণ আজ সারা ইউনিয়নে আলোচিত হচ্ছে।

আবারও প্রমাণীত হলো – রাজনীতিতে সততা, প্রজ্ঞা এবং জনবান্ধবতাই আসলে সব।

এই গৌরব শ্রীপুর এলাকাবাসীর প্রাপ্য। কারণ এই অঞ্চলের সর্বস্তরের মানষের ভালোবাসায়-ই একজন নুরুল ইসলাম বাচ্চু ব্রাম্মণবাজার ইউনিয়নবাসীর দুবৃত্তায়নে আলোর মশাল জ্বালিয়ে রেখেছেন।
হাজারো ভোটারের কাছে তিনি আদর্শিক নিয়ন বাতি। প্রেরণার উৎস।
তাই আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৫ নং ব্রাম্মণবাজার ইউনিয়নকে মডেল হিসাবে রূপান্তর করতে নুরুল ইসলাম খান (বাচ্চু) হতে পারেন একজন আদর্শ প্রার্থী।