খেলাধুলা যুবসমাজ কে মাদক মুক্ত করতে পারে কানাইঘাটে পলাশ

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

খেলাধুলা যুবসমাজ কে মাদক মুক্ত করতে পারে কানাইঘাটে পলাশ

 

নিজ্বস প্রতিনিধি::

খেলাধুলা যুবসমাজ মাদক মুক্ত করতে পারে, তাই বেশি বেশি করে খেলাধূলার প্রয়োজন,গতকাল কানাইঘাট উপজেলা চুতল যুব সমাজ কৃ্তৃক আয়োজিতদ্বিতীয় মিনি ফুটসাল টুনামেন্টের ফাইল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত হয়ে উপরুক্ত কথা বলেন কানাইঘাট উপজেলার কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক এবং দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মস্তাক
এর পর তিনি খেলা শেষ বিজয় দলের হাতে পুরুস্কার তুলে দেন।এসময় উপস্তিত ছিলেন বড় চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুব্বসির আলী চাচাই সহ এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।

sr

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল