১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সনৎ জয়সুরিয়াদের বিপক্ষে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেখা যাবে খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর বেলিম, আফতাব আহমেদদের। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার ফেরিওয়ালা হবেন ছয় দেশের সাবেক সব ক্রিকেটাররা।
ভারতের মাটিতে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ইন্ডিয়া লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
স্বাগতিকদের হয়ে খেলতে দেখা যাবে বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, ইরফান পাঠান ইউসুফ পাঠানদের। লাল-সবুজদের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাকরা।
বাংলাদেশ-ভারত ছাড়াও টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। ১৭ ও ১৯ মার্চ দুই সেমিফাইনালের পর ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
ছত্তিশগড়ের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বসবে টুর্নামেন্টের সব ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ভারত-বাংলাদেশের স্কোয়াড:
ইন্ডিয়া লিজেন্ডস: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।
বাংলাদেশ লিজেন্ডস:
খালেদ মাহমুদ, নাফীস ইকবাল, মোহম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D