এমপি কয়েছের মৃত্যুতে সুলতান মনসুরের শোক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

এমপি কয়েছের মৃত্যুতে সুলতান মনসুরের শোক

নিজস্ব প্রতিবেদক:: সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে এক শোক বার্তায় ,মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শোক প্রকাশ করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ মারা যান।

মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন তার ভাই আহমেদ উস সামাদ জেপি।