সুন্দরের বল লাগল মাথায়, ক্ষেপে গেলেন বেয়ারস্টো

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

সুন্দরের বল লাগল মাথায়, ক্ষেপে গেলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক ::
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হাস্যকর এক ঘটনা ঘটেছে। যে ঘটনায় ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের ওপর বেজায় চটেছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

শুক্রবার ইংল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারটি করছিলেন ওয়াশিংটন সুন্দর।

ব্যাট করছিলেন ডেভিড মালান। আর নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন বেয়ারস্টো। সুন্দরের একটি ডেলিভারিকে স্ট্রেইট শট হাঁকান মালান। বলটি উড়ে এসে সোজা আঘাত হানে সতীর্থ জনি বেয়ারস্টোর মাথায়।

হেলমেট না থাকলে হয়তো দুর্ঘটনাই ঘটত। মালানের সেই শট আছড়ে পড়ে বেয়ারস্টোর হেলমেটে। এদিকে বলটি তালুবন্দি করতে বেয়ারস্টোর মাথার ওপরই ঝাঁপিয়ে পড়েন সুন্দর। যদিও বেয়ারস্টোর মাথায় সুন্দরের হাতের আঘাত লাগা ছাড়া আর কিছুই ঘটেনি। ক্যাচটি মিস করেন এই স্পিনার। এতে ক্ষোভে ফেটে পড়েন বেয়ারস্টো। সুন্দরও ছেড়ে কথা বলার নয়। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ঝগড়ার মাঝেই আম্পায়ার এসে বিষয়টির মধ্যস্থতা করেন।

পুরো ঘটনাটি টুইট করেছে ভারতের অনেক ক্রিকেটপ্রেমী। যা এখন রীতিমতো ভাইরাল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল