শ্রীমঙ্গল থেকে চোলাই মদসহ আটক কারবারি কারাগারে

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

শ্রীমঙ্গল থেকে চোলাই মদসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক :: শ্রীমঙ্গল থকেে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম অজিত কর (২৫)। সে শ্রীমঙ্গল থানার দক্ষিণ উত্তরসুরের ননী করের ছলে। আজ রোববার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানা পুলশি। এর আগে শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটা দল অভিযান চালিয়ে দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০৫ লিটার চোলাই মদও জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অজিত করকে জব্দকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।