১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১
বিনোদন ডেস্ক:
রায়াকে বাঁচাতে চেয়েছিলেন নচিকেতা। পারলেন না, না ফেরার দেশে চলে গেলেন রায়া। কে রায়া? রায়া সম্পর্কে খুব বেশি জানা যায়নি। তবে নচিকেতা নিজেই বলেছিলেন, রায়া তার মেয়ের বান্ধবী। শরীরে বাসা বেঁধেছিলে মারণব্যাধি। রায়াকে বাঁচাতে উঠেপড়ে লেগেছিলেন ভারতের জনপ্রিয় এই বাংলা ভাষার কণ্ঠশিল্পী। জীবন বাস্তবতা থেকে শব্দ কুড়িয়ে গল্প বলা নচিকেতা আজ যেন নিজেই শব্দহীন হয়ে পড়লেন, বাক্যহীন হয়ে পড়লেন। একটা আফসোস আর ব্যর্থতার জাল ক্রমশ ঘিরে ধরলো। নিজের আক্ষেপের কথা সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন নচিকেতা। লিখেছেন, ‘আমাদের রায়া। আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম, কিন্তু রায়াকে আমরা রাখতে পারলাম না। জীবনের গল্প বলা সেই সকাল আমরা রায়ার জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না।’ নচিকেতা বলেন, ‘আমরা আমাদের সাফল্যের কথা যেমন জানাই তেমনই এ এক আমাদের হেরে যাওয়ার কথা। আমরা পারলাম না। শুধু এটুকু চাই রায়া যেখানেই থাক, যেন ভালো থাকে।’ জানা গেছে, রায়াকে বাঁচাতে বিভিন্ন স্থানে কনসার্ট করেছেন নচিকেতা। একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন, এ বাবা…দমদমে প্রোগ্রামে গিয়েছিলাম মেয়েটির মা কে দেখেছিলাম…উনার জন্য খারাপ লাগছে। সমব্যথী। রায়ার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘মৃত্যুর কোনো বয়স হয় না,সন্তান এক অমূল্য সম্পদ, যারা হারিয়েছেন তাঁদের কাছে কোনো কিচ্ছুই সান্ত্বনা হয় না, সেটা আমি জানি।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D