বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমশিনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা, কৃষি কর্মকর্তা দেবল সরকার, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বড়লেখা সরকারি কলেজ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।