নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলবেন না তামিম

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলবেন না তামিম

দিনকাল ডেস্ক:
শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এবারের সফরে আছে তিনটি টি-টোয়েন্টিও। যদিও কুড়ি ওভারের ফরম্যাটে দেখা যাবে না তামিম ইকবালকে। ব্যক্তিগত কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার জুমে হওয়া সংবাদ সম্মেলনে তামিম নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভকামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারবো না, ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকবো না। নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি জানিয়েছি এই কথা। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।’ নিউজিল্যান্ড সফর শুরুর আগে সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আর এখন ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিমও জানিয়ে দিলেন, টি-টোয়েন্টিতে তিনি থাকছেন না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল