নিউজিল্যান্ডের মাঠে বাজে রেকর্ড গড়ল টাইগাররা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

নিউজিল্যান্ডের মাঠে বাজে রেকর্ড গড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৩১ রানে অলআউট হয়ে বাজে রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

ডানেডিনের এই ইউনিভার্সিটি ওভালে অতীতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির তিন সংস্করণে আগে ব্যাট করা কোনো দল এত কম রানে অলআউট হয়নি।

শুধু তাই নয়, যে কোনো ভেন্যু মিলিয়ে ২০০৭ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে এত কম রানে অলআউট হয়নি বাংলাদেশও।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি ওভালে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ তামিম। ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন নিউজিল্যান্ডের এই পেসার।

৪.৪ ওভারে ১৯ রানে তামিম-সৌম্যর উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ এরপর আর খেলায় ফিরতে পারেনি। ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে অলআউট হয় টাইগাররা; হেরে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মঙ্গলবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল